Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবা প্রাপ্তির ধাপসমূহ

অনুসন্ধান করুন

# শিরোনাম ডাউনলোড
মোবাইল ফোনের মাধ্যমে চিকিৎসাঃ জরুরী প্রয়োজনে মোবাইল ফোনের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মোবাইল নং-০১৭৩০-৩২৪৬৮৮।
প্যাথলজি বিভাগঃ এখানে রোগীর মল, মুত্র, কফ ও রক্ত পরীক্ষা করা হয়।
ডটস্ কর্নারঃ এখানে যক্ষা ও কুষ্ঠ রোগিদের সরাসরি ঔষধ খাওয়ানো হয়।
ওআরটি সেন্টারঃ- এখানে ডায়ারিয়ার আক্রান্ত রোগিদের খাবার স্যালাইন ও জিঙ্ক ট্যাবলেট দেয়া হয় ও পর্যবেক্ষন করা হয়।
ইপিআই কেন্দ্রঃ এখানে বিভিন্ন প্রকার রোগের প্রতিষেধক টিকা দেয়া হয় এবং টিকা যথাযথ ভাবে সংরক্ষণ করা হয়।
দন্ত বিভাগ- এখানে ডেন্টাল সার্জনের মাধ্যমে দাতের সকল চিকিৎসা দেয়া হয়।
ফার্মেসীঃ- এখানে বহিঃ বিভাগ থেকে আসা রোগিদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিনা মূল্যে ঔষধ দেয়া হয়।
আন্তঃ বিভাগ-এখানে ভর্তি রোগিদের রেখে চিকিৎসা দেয়া হয়। এখানকার সর্ব দায়িত্ব আবাসিক মেডিকেল অফিসার এর। কর্তব্যরত নার্স সব সময় রোগিদের দেখাশোনা করেন। রোগিদের ঔষধ ও খাবার দেয়া হয়।
বহিঃ বিভাগঃ সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন খোলা। এখানে কর্তব্যরত চিকিৎসক সেবা দেন।এখানে পুরুষ, মহিলা, শিশু ও গর্ভবতী মহিলাদের সর্ব প্রকার সেবা প্রদান করা হয়। এখানে আগত রোগিদের প্রথমে টিকিট নিতে হয়, তারপর চিকিৎসকের নিকট যেতে হয়। সেখান থেকে তাকে ফার্মেসীতে
১০ জরুরী বিভাগঃ- এটা দিন রাত ২৪ ঘন্টা খোলা থাকে। এখানে সব সময় কর্তব্যরত চিকিৎসক জরুরী চিকিৎসা সেবা দিয়ে থাকেন। আরও উপস্থিত থাকেন একজন মেডিকেল এ্যাসিস্টেন্ট ও ওয়ার্ডবয়।